ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ইজিবাইক চুরিকালে গণপিটুনি, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
যশোরে ইজিবাইক চুরিকালে গণপিটুনি, মামলা

যশোর: যশোরে ইজিবাইক চুরি করে পালানোর সময় রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক রবিউল ইসলাম শহরের আরবপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় মামলা হয়েছে।

ভুক্তভোগী শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আশরাফুল ইসলাম সবুজ (৩০) কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহী করে থাকেন।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে যশোর শহরের মাইক পট্টি এলাকা থেকে চাঁচড়া বাজার মোড় প্রাইমারি স্কুলের পাশে ডা. সেলিমের বাড়িতে হাডওয়ার্ড সামগ্রী নিয়ে যান। ইজিবাইকটি রাস্তার পাশে রেখে বাড়ির ভেতরে যান। কিছু সময় পরে এসে দেখেন ইজিবাইকটি নেই। একজন ব্যক্তি তার ইজিবাইকটি কৌশলে নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি সে সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে চাঁচড়া বাজারের একটি হোমিওপ্যাথিক দোকানের সামনে থেকে রবিউলকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
ইউজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।