ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে হরতালে যান চলাচল প্রায় স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
রাজধানীতে হরতালে যান চলাচল প্রায় স্বাভাবিক সড়কে চলছে বাস। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে।

রোববার (২৮ মার্চ) রাজধানীর পল্টন,  শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, শুক্রাবাদ, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে, এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।

অন্যদিকে, সকাল থেকে এসব এলাকায় প্রাইভেটকারের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।