গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর দর্জিবাড়ি এলাকায় ইটবোঝাই একটি ট্রলি খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে কাপাসিয়া-বলখেলা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার খাটখড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ইউসুফ মিয়া (১৮) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে আবু বক্কর (২২)।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, দুপুরে পাবুর দর্জিবাড়ি এলাকায় ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রলির উপরে থাকা দুই শ্রমিক ইটের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ইউসুফ ও বক্করের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রলিচালক আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএস/আরবি