বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায় খালের পানিতে ডুবে তাজ উদ্দীন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বাবা নোভেল হাওলাদার জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল তাজ উদ্দীন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির কোথাও তাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি একপর্যায়ে বাড়ির পাশের স্লুইস গেট সংলগ্ন খাল থেকে তাজকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পানিতে ডুবে শিশু তাজের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআরএস