টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটে নগর গ্রামের একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার (২৮ মার্চ) বিল থেকে মাটি কিনে ওই গ্রামের কোভিদ হোসেন দোকান করার জন্য মাটি ভরাট করার সময় গ্রেনেড জাতীয় বস্তুটি দেখে তার বাড়ির পুকুরে ফেলে দেন। সোমবার দুপুরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে ওই পুকুরের পানি সেচে ফেলে দেওয়া গ্রেনেডটি উদ্ধার করে।
ঘাটাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আমির খসরু বাংলানিউজকে জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসেছে। তারা গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এসআরএস