ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
কলারোয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ছিঁড়ে ফেলা পোস্টার।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩ নম্বর কয়লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় বাধা ও স্বতন্ত্র প্রার্থীদের পোস্টর ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ মার্চ) কয়লা ইউনিয়নের দুই জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

কয়লা ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রকিব মোল্লা ও একই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ সোহেল রানা এ অভিযোগ করেন।

রকিব মোল্লা অভিযোগ করে বলেন, গত রাতে কে বা কারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ঝুলানো সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেছে। পোস্টার ছিঁড়ে ফেলায় নির্বাচনী প্রচার প্রচারণায় মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়া আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার আসাদুল ইসলাম বিভিন্ন সময়ে আমাকে হুমকি ধমকিও দিচ্ছে। প্রকাশ্যে বলছে নৌকার প্রতীক ছাড়া ইউনিয়নে আর কোনো পোস্টার থাকবে না।  

জেলা ও উপজেলা নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।

একই অভিযোগ করে শেখ সোহেল রানা বলেন, এ ব্যাপারে নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, ৩ নম্বর কয়লা ইউনিয়নের আনারস প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের দুই জন স্বতন্ত্র প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। তারা অভিযোগে বলেছে কে-বা কারা তাদের পোস্টার ছিঁড়ে ফেলেছে। তারা কারোর নাম উল্লেখ করেনি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।