রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা জজ আদালতের মার্কেট নির্মাণকে কেন্দ্র করে আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ আইনজীবী আহত হয়েছেন।
সোমবার (২৯ মার্চ) দুপুরে আদালত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট স্বপন সোম জানান, অবৈধভাবে রাজবাড়ী বারের জমিতে জেলা ও দায়রা জজ মার্কেট নির্মাণ করছেন। যে কারণে তারা মামলা করেছেন। কিন্তু সে মামলা গ্রহণ বা রিজেক্ট কোনোটিই করা হয়নি। ফলে সোমবার দুপুরে আইনজীবীরা রাজবাড়ীর যুগ্ম জেলা জজ আদালত বর্জন করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। মিছিলটি নির্মাণাধীন মার্কেটের সামনে এলে জেলা জজ আদালতের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আইনজীবীদের ওপর হামলা চালায়। এতে অ্যাডভোকেট মোস্তফা মিঠু, মেহেদী হাসান ও সম্রাটসহ চার আইনজীবী আহত হন।
এদিকে সংঘর্ষের ঘটনার পর জেলা বার অ্যাসোসিয়েশন জরুরি সভায় বসে। সভায় আইনজীবীরা দাবি করেন আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের ওপর হামলা করেছে। এর দৃষ্টান্তমূলক বিচার এবং অবৈধ মার্কেট নির্মাণ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ