নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অফিসার্স ক্লাবে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৯ মার্চ) ভোর রাতে এ ঘটনা ঘটে।
উপজেলা পরিষদের সূত্র মতে, আগের দিন উন্নয়ন মেলার সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাবে সংগীতের সরঞ্জাম, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন মালামাল রাখা হয়। ভোরের দিকে আগুন লাগলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
জলঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রিফাত আল মামুন বলেন, আমরা ইউএনও স্যারের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব হাসান বলেন, এ ব্যাপারে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
আরএ