ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালের পলেস্তরা খসে নারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
হাসপাতালের পলেস্তরা খসে নারী আহত

সাতক্ষীরা: নিউমোনিয়ায় আক্রান্ত নাতিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পর পলেস্তরা খসে মাথায় পড়ে দাদী আয়শা খাতুন মারাত্মক আহত হয়েছেন। এজন্য তার মাথায় ২৮টি সেলাই দেওয়া লেগেছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটলেও অনেকটা গোপনে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত নাতিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের সামনের কার্নিশের পলেস্তরা খসে আয়শা খাতুনের মাথায় পড়ে। তাৎক্ষণিক তাকে ভর্তি করে ২৮টি সেলাই দেওয়া হয়। আয়েশা খাতুন সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়েত বাংলানিউজকে জানান, হাসপাতালের দুর্বল ছাদ সংস্কারের জন্য আজই সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। আহত বৃদ্ধার চিকিৎসার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।