ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ইসলামপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ইসলামপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ফাইল ফটো

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে রফিক সর্দার (১৪), সুন্দর আলী সর্দার (৬৫) ও মোশারফ (৫০) নামে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রফিক সর্দার কান্দাপাড়া গ্রামের জিব্রাইল সর্দারের ছেলে, মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ ও সুন্দর আলী সর্দার একই এলাকার বাসিন্দা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বাংলানিউজকে জানান, বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।