জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে রফিক সর্দার (১৪), সুন্দর আলী সর্দার (৬৫) ও মোশারফ (৫০) নামে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রফিক সর্দার কান্দাপাড়া গ্রামের জিব্রাইল সর্দারের ছেলে, মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ ও সুন্দর আলী সর্দার একই এলাকার বাসিন্দা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বাংলানিউজকে জানান, বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করছিলেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরএ