ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল ধাক্কায় মারিয়া আক্তার (০৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর শহরের ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে।
মারিয়া ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া পাঁচ নম্বর ওয়ার্ডের শাহ আলমের মেয়ে।
স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল মারিয়াকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন বলেন, ছাগলনাইয়া থেকে গুরুতর আহত অবস্থায় একটি মেয়ে শিশুকে আনা হয়। তবে শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানায়, এ ঘটনায় মোটরসাইকেল এবং চালককে আটক করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
এসএইচডি/এনএইচআর