ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ফিলিপাইনে নতুন রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ফিলিপাইনে নতুন রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন

ঢাকা: এফ এম বোরহান উদ্দিনকে ফিলিপাইনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রোববার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এফ এম বোরহান উদ্দিন ফরেন সার্ভিস ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে কায়রো, দুবাই, সিউল ও কলম্বোর বাংলাদেশ মিশনে কাজ করেছেন। এছাড়া তিনি জেদ্দায় ও ইস্তাম্বুলের বাংলাদেশ মিশনে কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেছেন।

পেশাদার কূটনীতিক এফ এম বোরহান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।