ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
নীলফামারীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ২

নীলফামারী: বজ্রপাতে নীলফামারীর পৃথক দু’টি স্থানে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

রোববার (০৩ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- জেলা সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে উত্তরাশশী মিলবাজার এলাকার মোখছেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩২) ও একই উপজেলার চাপড়া সরঞ্জানী ইউনিয়নের পূর্ব নতিবচাপড়া ঘোনপাড়া গ্রামের মৃত বালিয়া মামুদের আশরাফুল ইসলাম (২৩)।

স্থানীয় সূত্রে জানায়, দুপুরের দিকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে রবিউলসহ কয়েকজন যুবক হেঁটে পঞ্চপুকুরের মিল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় আহত হন মমিনুর রহমান নামে একজন।  

অন্যদিকে, দুপুরে পূর্ব নতিবচাপড়া ঘোনপাড়া গ্রামে মাঠে কাজ করছিলেন আশরাফুল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় গুরুতর আহত হন একজন।

পঞ্চপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবর রহমান সরকার ও চাপড়া সরঞ্জানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাতে দুই যুবকের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।