ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বিএটি'র এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শাবাব আহমেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
বিএটি'র এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শাবাব আহমেদ ...

ঢাকা: বিএটি বাংলাদেশ লিডারশিপ টিম এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে শেখ শাবাব আহমেদকে অন্তর্ভূক্ত করেছে।
 
তার ১৬ বছরের বিএটি বাংলাদেশ কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানকারী কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেখানে যুক্তরাজ্যের লন্ডনে বিএটি  প্রধান কার্যালয়ে গ্লোবাল রেগুলেটরি এনগেজমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বপালন উল্লেখযোগ্য।


 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন  (বিবিএ) সম্পন্ন করেন। তিনি সেন্ট জোসেফ হাই স্কুল এবং নটরডেম কলেজের প্রাক্তন ছাত্র।
 
শেখ শাবাব বলেন, বিএটি বাংলাদেশ লিডারশীপ টিমের অংশ হতে পেরে আমি গর্বিত। সকলের জন্য একটি সম্ভাবনাময় আগামী নির্মাণে আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।