ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু ফায়ার সার্ভিস একাডেমির জন্য জমি বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
বঙ্গবন্ধু ফায়ার সার্ভিস একাডেমির জন্য জমি বরাদ্দ

ঢাকা: ‘মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু ফায়ার সার্ভিস একাডেমি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ১০০ একর জমি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রশিক্ষণ নেবেন।

এছাড়া টার্ন ট্রেবল লেডার (টিটিএল) ক্রয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। ’

রোববার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক প্রশমন দিবস উদযাপন ও সিপিপির ৫০ বছর উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া শেষে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, ঢামেক হাসপাতালে তৃতীয়তম মহড়া হলো। এর আগে দুই জায়গায় মহড়া হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কীভাবে ফায়ার সার্ভিস আগুন নির্বাপণ করে সেটা দেখলাম। আজকের মহড়ায় ফায়ার সার্ভিস ও ভলেন্টিয়ারের কাজ দেখে মনে হয়েছে সত্যি সত্যি আগুন লেগেছে। ফায়ার সার্ভিস সদস্যদের আমার পক্ষ থেকে স্যালুট। ওরা জীবনের ঝুঁকি নিয়ে যত বড়ই আগুন হোক সেটা নির্বাপণ করে ফেলে।  

এনামুর রহমান বলেন, বাংলাদেশ বিশ্বে রোল মডেল। জলবায়ু পরিবর্তনের জন্য যে দুর্যোগগুলো হয়, তা মোকাবিলা করতে বাংলাদেশ শিক্ষকের ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু প্রশিক্ষণ একাডেমির জন্য ১০০ একর জমি বরাদ্দ দিয়েছেন। হাই লেডার ক্রয়ের জন্য একনেকে দুই হাজার ২৭২ কোটি টাকা পাস হয়েছে। এর মধ্যে ১০০ কোটি টাকা আমরা বরাদ্দ পেয়েছি।  

প্রতিমন্ত্রী বলেন, ১১টি হাই লেডার মেশিন ক্রয় করা হবে। ঢাকা মহনগরের জন্য দু’টি। তিনটি চট্টগ্রাম শহরের জন্য। বাকিগুলো বিভাগীয় শহরের জন্য।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী যে কোনো দুর্যোগে ঘুমান না। সকাল-দুপুর-রাতে সব সময় খোঁজ-খবর নেন।

ঢাকা আট আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, দুর্যোগ মোকাবিলায় আজ ফায়ার সার্ভিস স্বয়ংসম্পূর্ণ। জীবন দিয়ে মানুষকে রক্ষা করার চেষ্টা করে। কিছুদিন আগে ঢামেক হাসপাতালের আইসিইউতে আগুন লেগেছিল। প্রথমে হাসপাতালের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। আজকের মহড়ায় অবশ্যই সবার উপকারে আসবে। রাজউক এমন এমন প্ল্যান পাস করে যেখান দিয়ে অ্যাম্বুলেন্স ও গাড়ি ঢুকতে কষ্ট হয়।

ঢামেক হাসপাতালে মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার সেন ডিএনসি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব ফরিদ আহমেদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এছাড়া মহড়ায় সার্বক্ষণিক মনিটরিংয়ে ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।  

এর আগে বেলা ১১টায় ঢামেক হাসপাতালের বাগান গেটে মহড়া শুরু হয়। হাসপাতালে ছাদে ডামি ঘর বানিয়ে সেখানে আগুন ধরিয়ে আটকে পরা লোকজন উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর পাশাপাশি আরও কয়েকটি মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।