ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিপিডিসির রমিজের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ডিপিডিসির রমিজের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে  দুদক

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সাবেক নির্বাহী পরিচালক (ইডি) প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, রমিজের বিরুদ্ধে ২০১৯ সালের ৬ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

তদন্তে জানা গেছে, আসামি ডিপিডিসির সাবেক নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজ উদ্দিন সরকার তার দাখিল করা সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদ গোপন করেছেন। সম্পদের হিসাব বিবরণীতে রমিজ উদ্দিন সরকার ২ কোটি ৪১ লাখ ১৯ হাজার ২৮৯ টাকার স্থাবর সম্পত্তি ও ১ কোটি ২৫ লাখ ৭ হাজার ৬৮৭ টাকার অস্থাবর সম্পত্তিসহ ৩ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ৯৭৬ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দিয়েছেন।

কিন্তু  দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পত্তি ও ৮৪ লাখ ৭ হাজার টাকার অস্থাবর সম্পদের পক্ষে প্রমাণ পাওয়া গেছে। অর্থ্যাৎ দুদকের তদন্তে ২ কোটি ৪৭ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব পাওয়া গেলেও ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার সম্পদ তথ্য গোপন করেছেন বলে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮  ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।