ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে মো. সাগর হোসেন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
সাগর একই উপজেলার দীঘা গ্রামের বাসিন্দা আবুল হাসেনের ছেলে। সে স্থানীয় শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
রাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাবুল আলম জানান, আবহাওয়া খারাপ দেখে মাঠে গরু আনতে যায় সাগর। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসআরএস