ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সিপিপির নিয়োগে অনিয়ম, তদন্তে সাব-কমিটি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
সিপিপির নিয়োগে অনিয়ম, তদন্তে সাব-কমিটি 

ঢাকা: ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) জনবল নিয়োগে অনিয়ম তদন্ত করার জন্য একটি সাব-কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

রোববার (৩ অক্টোবর) জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব-কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্প সম্পর্কে পরবর্তী সভায় বিশদ প্রতিবেদন উপস্থাপনের জন্য সুপারিশ করে কমিটি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো চাহিদা মোতাবেক উপযুক্ত জনবল প্রাপ্তির মাধ্যমে এই মন্ত্রণালয়ের কাজে গতিশীলতা আনতে সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।