ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

২২ দিনের নিষেধাজ্ঞা শুরু রাত ১২টায়

শেষ মুহূর্তে ইলিশের জন্য আড়তে উপচে পড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
শেষ মুহূর্তে ইলিশের জন্য আড়তে উপচে পড়া ভিড়

ব‌রিশাল: ইলিশের প্রজনন মৌসুম‌কে কেন্দ্র ক‌রে টানা ২২ দি‌নের নি‌ষেধাজ্ঞা শুরুর আর মাত্র ক‌য়েক ঘণ্টা ব‌া‌কি। রোববার (৩ অক্টোবর) দিনগত রাত ১২টার পর থে‌কেই সরকারি  নি‌র্দেশনা অনুযায়ী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

ফ‌লে আগামী ২২ দিন বাজারে পাওয়া যাবে না রূপালী ইলিশ। আর তাই রোববার শেষ দিন বরিশালের মোকামে ইলিশ কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা।

স‌রেজ‌মি‌নে দেখা‌ গে‌ছে, বরিশালের একমাত্র বেসরকা‌রি মৎস্য অবতরণ কেন্দ্র পোর্ট রোড ইলিশ আড়তে ভিড় করেছেন হাজারো মানুষ। কিন্তু বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। এ কারণে আশাভঙ্গ হচ্ছে ক্রেতা‌দের।

এদিকে আগামী ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে সাগর থেকে ফিরতে শুরু করেছেন জেলেরাা।

ব্যবসায়ীরা জানান, দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারণত সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু রোববারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন ইলিশ কিনতে। দুপুরেও বাজারে ছিল মানুষের ভীড়। দিনভর ছিল একই চিত্র।

য‌দিও নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূ‌র্তে বাজারে ইলিশ ক্রেতাদের সমাগম স্বাভাবিক বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস।

ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নসহ নানা কারণে ইলিশ প্রয়োজন তাদের। এ জন্য আড়তে এসেছেন। তবে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় নাখোশ তারা।

মৎস্য বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের তুলনায় ক্রেতার সমাগম বেশি। শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায় বাজারে আসলেও চড়া দাম হওয়ায় ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা। কেউ কেউ আবার বেশি দাম দিয়েও কিনছেন পছন্দের ইলিশ।

আর বাছাই করা মাছ ভারতে রপ্তানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছেন পোর্ট রোডের মৎস্য আড়তদার মো. জহির সিকদার।

উল্লেখ্য আগামী ২৫ অক্টোবর রাত ১২টায় শেষ হবে ইলিশের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে ইলিশ সরবরাহ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।