ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
পাবনায় আবাসিক ভবনে যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান ...

পাবনা: পাবনা পৌর এলাকার মধ্যশহরের সাত্তার বিশ্বাস সুপার মার্কেটের পঞ্চম তলায় আবাসিক ভবনে একটি যৌন উত্তেজক ওষুধ কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশের একটি দল।

রোববার (০৩ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের একটি দল ওই আবাসিক ভবনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভবনের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কাঁচামালসহ মালিক মো. শরীফুল ইসলামকে আটক করেছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম, জেলা ওষুধ প্রশাশন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ন আহম্মেদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. আব্দুল হানানসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা।

এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সংশ্লিষ্টরা শরীফুলকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন।

আটক শরীফুল (৪৬) দিলালপুর মহল্লার মৃত আক্কাস আলী বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন ধরে এই আবাসিক ভবনে অবৈধ যৌন উত্তেজন ওষুধ তৈরি করে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।