ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বরেন্দ্র জাদুঘরে দুটি বিষ্ণুমূর্তি হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
বরেন্দ্র জাদুঘরে দুটি বিষ্ণুমূর্তি হস্তান্তর

রাজশাহী: রাজশাহীর বাগমারায় পুকুর খননের সময় পাওয়া দুটি কালো রঙের বিষ্ণমূর্তি বরেন্দ্র জাদুঘরে হস্তান্তর করেছেন জেলা পুলিশ সুপার। বিষ্ণমূর্তি দুটির একটির ওজন ৮৬ কেজি, অন্যটি ৪৪ কেজি।

রোববার (৩ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আগে বিষ্ণমূর্তি দুটি হস্তান্তর করা হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেন, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের দেশে শারদীয় দুর্গাপূজা উৎসব পালিত হয়। রাজশাহীতে বিগত সময়ের মতো এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অম্বর কুমার সরকার, রাজশাহী জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি কাঞ্চন রায় চৌধুরী ও রাজশাহী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শ্রী অশিত কুমার ঘোষ ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।