নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে নজর আলী ফকির (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (০৩ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে বাড়ির পাশে ধলা চাপড়া বিলে মাছ ধরতে যান নজর আলী। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসআরএস