ঢাকা: ই-কমার্সের নামে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ শপের পরিচালকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
তিনি জানান, রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা ১২টায় সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না। বিভিন্ন উপায়ে এসপিসির মাধ্যমে আয় করা টাকাগুলো তাদের ওয়ালেটে জমা রয়েছে। কিন্তু তারা কোনোভাবেই এ টাকা ক্যাশআউট করতে পারছেন না। নিজেদের ই-কমার্স প্রতিষ্ঠান দাবি করলেও এসপিসি মূলত একটি এমএলএম প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল আমিন প্রধান ডেসটিনি ২০০০ লিমিটেডের টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন।
সিআইডি সূত্রে জানা গেছে, এসপিসি অনুমোদনহীন এমএলএম ব্যবসা পরিচালনা করে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
পিএম/এমজেএফ