খুলনা: চালক রাজু শেখকে (২২) হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রাজু খুলনার রূপসা উপজেলার মহিষাঘুণী এলাকার ইসলাম শেখের ছেলে।
রোববার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে নড়াইল জেলার নড়াগাতির একটি বিলের মধ্যে তার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত রাজুর বাবা সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, খুলনার রূপসার সেনেরবাজার থেকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ৫০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে তেরখাদার মাথাভাঙ্গার দিকে যান রাজু। এরপর থেকে ইজিবাইকসহ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তার স্ত্রী মুসলিমা শুক্রবার (১ অক্টোবর) রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে আমরা রাজুকে খুঁজতে থাকি। পরে নড়াইলের নড়াগাতিতে রাস্তার পাশে রাজুর জুতা দেখে চিনতে পেরে আশাপাশে তাকে খুঁজতে থাকলে বিলের মধ্যে পোতা অবস্থায় রাজুর মরদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। রাজুর দুইটি মেয়ে শিশু রয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রুখসানা খাতুন বাংলানিউজকে বলেন, চালক রাজুর গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। রাজু নিখোঁজের পর রূপসা থানায় একটি জিডি করেছে তার পরিবার। আমাদের থানা এলাকায় যেহেতু মরদেহ পাওয়া গেছে তাই এখানে প্রাথমিক আইনি যেসব ব্যবস্থা রয়েছে তাই করা হবে। নড়াইলে ময়নাতদন্ত করা হবে। রূপসা থানায় ঘটনা শুরু আর নড়াগাতিতে মরদেহ পাওয়া গেছে তাই পরবর্তী আইনি যে ব্যবস্থা করলে রাজুর পরিবার বিচার পাবে সেটা করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমআরএম/আরআইএস