ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

নিয়োগে দুর্নীতি তদন্তে দুর্যোগ মন্ত্রণালয়ের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
নিয়োগে দুর্নীতি তদন্তে দুর্যোগ মন্ত্রণালয়ের কমিটি

ঢাকা: ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়ােগ কমিটির বিরুদ্ধে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ না করেই প্রার্থীদের নিয়ােগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

রোববার (৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা গেছে, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নিয়ােগ কমিটির বিরুদ্ধে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ না করেই প্রার্থীদের নিয়ােগ দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জাবেদ হাবীবের নেতৃত্বে রোববার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরজমিনে উক্ত দপ্তর পরিদর্শন করে এবং অভিযোগের বিষয়ে পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করেছে। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কাজ অব্যাহত 
রয়েছে।  

তদন্ত দল অভিযুক্ত প্রার্থীদের হাজিরা খাতা ও আবেদনপত্র তদন্তের প্রয়োজনে সিলগালা করে রেখেছে। সত্য উদঘাটনের জন্য এসব তথ্য প্রয়োজন বিধায় দুদক টিম এসব তথ্যের অনুলিপি চেয়েছে। প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে দুদক টিম তা পর্যালোচনাপূর্বক কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে সরকারি শিশু পরিবারের স্কুল ঘর ভেঙে মালামাল টেন্ডার ছাড়া অবৈধভাবে বিক্রয়, পুকুরের মাটি ও পুরাতন বিল্ডিং- এর ইট বিক্রি, অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রয়পূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে পরিপ্রেক্ষিতে দুদক সজেকা-ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. বজলুর রহমানের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করেছে দুদক এনফোর্সমেন্ট টিম। দুদক টিম উক্ত দপ্তর সরেজমিনে পরিদর্শন করেছে। অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। স্কুল ঘর পিডব্লিউডির মাধ্যমে মেরামত করা হয়েছে, পুকুর কেটে বড় করা হয়েছে এবং পুকুরের মাটি দিয়ে নিচু স্থানগুলো ভরাট করা হয়েছে বলে কর্তৃপক্ষ দুদক টিমকে অবহিত করে। অভিযানকালে দেখা যায় পুকুর পাড়ে বেঞ্চ স্থাপন এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে। পুরাতন টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে এবং কল্যাণ তহবিলের অর্থ দিয়ে অফিসের জন্য এসি ক্রয় করা হয়েছে বলেও কর্তৃপক্ষ দুদক টিমকে অবহিত করে। এসব উন্নয়নকাজ যথাযথ নিয়ম মেনে হয়েছে কিনা তা যাচাইয়ের জন্য উক্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট সব বিল ভাউচার, টেন্ডারে ডকুমেন্টসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ প্রাপ্তি সাপেক্ষে বিশ্লেষণপূর্বক সুপারিশসহ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য নয়টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে পত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়:২১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।