ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ইমদাদুল হক মিলন ইডাব্লিউএমজিএল পরিচালক

শাহেদ মুহাম্মদ আলী কালের কণ্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
শাহেদ মুহাম্মদ আলী কালের কণ্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক

ঢাকা: বিশিষ্ট কথাসাহিত্যিক ও সম্পাদক ইমদাদুল হক মিলন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডাব্লিউএমজিএল) পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি ইডাব্লিউএমজিএলের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

কালের কণ্ঠ সম্পাদকের শূন্য পদে যোগ দিয়েছেন প্রথম আলোর সাবেক জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।  

রোববার (০৩ অক্টোবর) সন্ধ্যায় ইডাব্লিউএমজিএল সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ সালে ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রথম আলোতে যোগ দেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।