পটুয়াখালী: ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হওয়ায় রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে ইলিশ আহরণের শেষ সময়ে পটুয়াখালীর গ্রামে, গঞ্জে ও শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ও হাটবাজারে বসেছিল ইলিশের মেলা।
রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে জেলার প্রায় এলাকায় ইলিশ বিক্রির জন্য বসে ক্রেতা ও বিক্রেতাদের জমজমাট আসর।
পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট, নিউমার্কেট, পুরান বাজার, কলাপাড়ার মহিপুর আলীপুর, গলাচিপার শহর, পানপট্টি, উলানিয়া, রতনদী তালতলী, রাঙ্গাবালীর খালগোরা, কোড়ালিয়া ও চরমোন্তাজ, বাউফলের কালাইয়া ও বাউফল শহর, দশমিনাসহ বিভিন্ন এলাকায় ইলিশ বিক্রির মেলা বসে।
হেতালিয়া বাঁধঘাটের ইলিশ মাছ ক্রেতা আব্দুস সালাম আরিফ বলেন, অবরোধের জন্য আড়তে থাকা ইলিশগুলো বিক্রি করা হচ্ছে। দামও তুলনামূলক কম।
ইলিশ ক্রেতা আব্দুর রহিম বলেন, মাছ বেশি হলেও দাম ছাড়ছেন না খুরচা বিক্রেতারা।
আড়ৎদার শহীদ ভুঁইয়া, মনিরুল ইসলাম ও শাহজালাল খান জানান, বিভিন্ন এলাকা থেকে যে মাছ এসেছিল তা আমরা দাম ছেড়ে বিক্রি করছি। ক্রেতারাও খুশি।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, রাত ১২টার পর ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টানা ২২দিন মা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। প্রতিদিন অভিযান চলবে। অভিযানে মৎস্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীও অংশগ্রহণ করবে।
এই কর্মসূচি সফল করতে জেলার সব ইউনিয়নে সভা সেমিনারের মাধ্যমে জেলেদের সচেতন করা হয়েছে। যাতে কেউ মাছ মজুদ করতে না পারে, সেজন্য বরফ কলগুলোকে বরফ উৎপাদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এছাড়াও জেলার প্রায় শতভাগ জেলেকে এই ২২ দিনের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ