মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শফিকুল ইসলাম (৩৪) নামে এক প্রবাসী।
রোববার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সুড়ি পাড়া এলাকার নুরুর রহমানের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। ১৫ দিন আগে ছুটিতে দেশে এসেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, রোববার বিকেলে শফিকুল ইসলাম তার মাকে নিয়ে পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের খালার বাড়িতে গিয়েছিলেন। রাত ৮টার দিকে মাকে রেখে বাড়ি ফিরছিলেন। পথে নুরপুর নামক স্থানে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে গরুবাহী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ