শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল গ্রুপের ভাড়া দেওয়া আল মদিনা অটো হাউস নামক একটি কারখানায় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ন্যাশনাল কারখানায় রড কাটার জন্য (গ্রেয়ারনিং) মেশিনে কাজ করা হচ্ছিল। এ অবস্থায় আগুনের ফুলকি ছুঁটে পড়ে অটোরিকশা কারখানার রংয়ের ক্যামিকেলে। এতে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় কারখানার শ্রমিকদের সহযোগিতায় আগুন নেভানো শুরু হয়। পরে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
আল-মদিনা অটো হাউস কারখানার ম্যানেজার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ফুলকি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মোট চার পাঁচ হাজার টাকা মূল্যের দুই-তিনটি টায়ার পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার আবু রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরএ