ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (০৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (০৪ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ১৪ হাজার ৫১ পিস ইয়াবা, ২৯৬ গ্রাম ৭৩ পুরিয়া হেরোইন, ২০টি ইনজেকশন ও ৩৬ কেজি ৯৪৫ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমএমআই/এসআইএস