ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৩৩৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
বগুড়ায় ৩৩৮ বোতল ফেনসিডিলসহ আটক ২ আটক দুই যুবক

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা থেকে ৩৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

সোমবার (০৪ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা এলাকার আক্কাছ আলীর ছেলে আশিক বাবু (২৪) ও একই এলাকার মো. আলম (২৫)।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সোয়া ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ বাজার এলাকা থেকে ৩৩৮ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-৪২৩৭), মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আটক দু’জনকে বগুড়া শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।