ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু বুধবার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু বুধবার 

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে বুধবার (৬ অক্টোবর) থেকে।

সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, আগামী ২০ অক্টোবর আমাদের প্রিয় প্রতিষ্ঠান জাতীয় প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছর করোনা মহামারির কারণে ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা সম্ভব হয়নি। সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কমিটি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈনুল আলম।

কর্মসূচির মধ্যে রয়েছে ৬ অক্টোবর বেলা ১১টায় গত এক বছরে প্রয়াত ক্লাবের সদস্যদের স্মরণসভা, ৭ অক্টোবর চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৮ ও ৯ অক্টোবর শিশু আনন্দমেলা, ১০ ও ১১ অক্টোবর সদস্যদের দাবা প্রতিযোগিতা, ১২ অক্টোবর সদস্যদের এয়ারগান প্রতিযোগিতা, ১৩ ও ১৪ অক্টোবর সদস্যদের স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৪ অক্টোবর নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৬ ও ১৭ অক্টোবর সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা এবং ২০ অক্টোবর ভোরে সদস্যদের মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
ডিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।