ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মোংলা বন্দরে প্রবেশ করল বিদেশি সেই দুই জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
মোংলা বন্দরে প্রবেশ করল বিদেশি সেই দুই জাহাজ

বাগেরহাট: পাঁচ দিন পরে অবশেষে মোংলা সমুদ্র বন্দরের হাড়বাড়িয়া এলাকায় নোঙর করেছে নাব্যতা সংকটে আটকে থাকা বিদেশি সেই দুই বাণিজ্যিক জাহাজ।  

মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকেলে পানামা পতাকাবাহী 'এম ভি সিএস ফিউচার' হাড়বাড়িয়া-১০ ও টুভ্যালু পতাকাবহী 'এম ভি পাইনিয়র ড্রিম' হাড়বাড়িয়া-১১ নম্বর বয়ায় নোঙর করেছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন।

 

এর আগে নাব্যতা সংকটের কারণে পাঁচদিন ধরে বন্দর চ্যানেলের বাইরে আটকে ছিল জাহাজ দুইটি। ঘটনাস্থলে নাব্যতা সংকট নিরসনে গত ৩ অক্টোবর একটি হোপার ড্রেজার পাঠিয়ে সেখানে খনন করা হয়। এরপর জাহাজ দুইটি হাড়বাড়িয়ায় এসে নোঙর করে।
 
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, জাহাজ দুটি আটকে থাকা অবস্থায় কিছু পণ্য খালাস করা হয়। ফলে স্বাভাবিকভাবে জাহাজ কিছুটা উঁচু হয়। ড্রেজিং ও জোয়ারের পানি বাড়ার ফলে বিকেলের দিকে হাড়বাড়িয়ায় এসে পৌঁছেছে। এখান থেকে বার্জে পণ্য খালাস শেষে জাহাজগুলো আবার নিজের গন্তব্যে ফিরে যাবে।

৩০ সেপ্টেম্বর ২৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে পানামা পতাকাবাহী ‘এম ভি সিএস ফিউচার জাহাজ’ এবং ১ অক্টোবর ১১ হাজার মেট্রিক টন সিরামিক পণ্য নিয়ে আসে টুভ্যালু পতাকাবাহী ‘এমভি পাইনিয়র ড্রিম’ মোংলা বন্দরের আউটারবারে এসে পৌঁছায়। কিন্তু নাব্যতা সংকট থাকায় বন্দরের জেটিতে প্রবেশ করতে পারেনি জাহাজ দুটি।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।