ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

'জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু'

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
'জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু' বক্তব্য রাখছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

ঢাকা: ‘জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্য দিন দিন বাড়ছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে টোকিওর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মধ্যে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল আলোচনায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ‘কোভিড-১৯ মহামারি সত্ত্বেও টোকিওর বাংলাদেশ দূতাবাস দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে নানা ধরনের উদ্যোগ অব্যাহত রেখেছে। ’

তিনি এ সময় জাপানের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, পোশাক শিল্প, চামড়াসহ বিভিন্ন খাতে বিনিয়োগের পথ সুগম করার জন্য জেবিসিসিআইকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করেন শাহাবুদ্দিন আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেবিসিসিআই প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী।

পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেবিসিসিআইয়ের জেনারেল সেক্রেটারি তারেক রাফি ভূঁইয়া এবং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ড. আরিফুল হক। এ সময় দূতাবাসের কর্মকর্তা এবং জেবিসিসিআইয়ের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
টিআর /এনএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।