ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি’র জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ইউপি’র জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন পরিষদের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মো. বুলবুল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তবে তিনি এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

 

বুলবুল হোসেন এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।    

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ১৯৬৮ সালে বুলবুলের নানা ইন্তাজ আলীর কাছ থেকে ইউনিয়ন পরিষদের নামে এক হাজার টাকায় সাব-কবলা দলিল করে ৬৬ শতাংশ জমি ক্রয় করা হয়। সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন পরিষদের ১৬ শতাংশ জায়গা বেদখল নিয়ে বহুতল ভবন নির্মাণ করছেন।    

এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার।  

তিনি দাবি করেন, ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পরিষদের জায়গায় বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করছেন ওই আওয়ামী লীগ নেতা। নির্মাণ কাজে বাধা দিলেও তিনি কাজ বন্ধ করেননি।  

চেয়ারম্যান আরও বলেন, পরিষদের জমি কারো ব্যক্তিগত সম্পদ নয়। এটা সরকার ও জনগণের সম্পত্তি। আশা করছি সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।        

এনায়েতপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রইছ উদ্দিন দুদু জানান, পরিষদের জমিতে সীমানা প্রাচীর না থাকার সুযোগে জায়গাটি জবর-দখল করে বাড়ি নির্মাণের কাজ করছেন আওয়ামী লীগ নেতা বুলবুল। আমরা চাই জনগণের সম্পত্তি প্রভাবশালীর দখল মুক্ত থাকুক।      
 
তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করে এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে আমার নানা জমি দিয়েছেন। প্রয়োজনে আমরা আরো জমি দেব। কিন্তু যে জমিটিতে আমি ঘর নির্মাণ করছি তা আমার মায়ের নামে দলিল ও খারিজ করা। এটা পরিষদের জমি না। এ সংক্রান্ত সব ধরনের প্রমাণ আমার কাছে আছে।        

তিনি আরও জানান, মূলত আমি চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছি। এতে নাখোশ একটি পক্ষ নির্বাচনী মাঠে আমাকে ক্ষতিগ্রস্ত করতে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আজ (৫ অক্টোবর) লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি দুই একদিনের মধ্যে সরেজমিনে কাগজপত্র দেখে জমি মেপে দেওয়ার আশ্বাস দিয়েছেন।    

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ সিদ্দিক বলেন, দুই পক্ষই বিষয়টি আমাকে জানিয়েছে। নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। কয়েকদিনের মধ্যে সরেজমিনে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে সীমানা প্রাচীর নির্ধারণ করে দেওয়া হবে।        

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।