ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকদের মধ্যে ১৫ শিশু ও ৩৫ নারী-পুরুষ রয়েছেন। এদের নাম-পরিচয় জানা যায়নি।

এসপি মো. শহীদুল ইসলাম জানান, আটক রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যান। গত দু’দিন যাবত তারা না খেয়ে আছে বলে জানা গেছে।  

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান,  আটক রোহিঙ্গাদের স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্যরা গেছেন। তবে এখনো রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।