ময়মনসিংহ: ময়মনসিংহে গত একদিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন পাঁচজন।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ।
তিনি জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, নগরীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেনকে নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. ফারুক, শান্ত মিয়া, ফারুক আহম্মেদ, সবুজ মিয়া ও আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, পাসপোর্ট আইনে অভিযান চালিয়ে চার দালালকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- টুটুল আহম্মেদ, গোপাল দাস, নূরুল ও শাহ আলম।
এছাড়াও ৫১০ পিস ইয়াবা, ৬৮ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ২ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাত মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- অলিউল্লাহ, আল-আমিন, সোহেল মিয়া, আক্তারুজ্জামান খান, ইকবাল হোসেন, আওলাদ হোসেন ওরফে খোকন ও মঞ্জুরুল আনোয়ার পাঠান।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস