ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা চেয়ারম্যানের সঙ্গে কেপিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
বসুন্ধরা চেয়ারম্যানের সঙ্গে কেপিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী।  

মঙ্গলবার (৫ অক্টোবর) বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেখানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহতাবুর রহমান; রুপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মুকুল ও ভাইস চেয়ারম্যান মো. মাহির আলী খান রাতুল।

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারা পারস্পরিক ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, কেপিসি একটি ব্যবসায়ী গ্রুপ। ব্যবসার পাশাপাশি তারা সমাজকল্যাণমূলক কাজ করে থাকে। আমেরিকায় তাদের ৩৮টি হাসপাতাল রয়েছে। বাংলাদেশে তাদের বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য খাতে গ্রুপটি কাজ করতে চায়।  

বিশ্বজুড়ে অনেক ধরনের ব্যবসার সঙ্গে জড়িত কেপিসি গ্রুপ। এর মধ্যে উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যাল ও জৈব প্রযুক্তি, শিক্ষা, রিয়াল এস্টেট, অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্থাপত্য ও প্রকৌশল, বিকল্প শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা, ভ্রমণ পরিষেবা ও তথ্যপ্রযুক্তি।

ডা. কালী প্রদীপ চৌধুরী ২০০৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে সফলভাবে প্রতিষ্ঠা করেন প্রাইভেট মেডিকেল স্কুল। এছাড়া কলকাতা শহরের লাখ লাখ বাসিন্দার স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা দিতে ২৫ একর বিস্তৃত ১.৮ মিলিয়ন বর্গফুটেরও বেশি জায়গায় অত্যাধুনিক কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল, সোভা নার্সিং কলেজ অ্যান্ড ফার্মাসিটিক্যাল কলেজ ক্যাম্পাস নির্মাণ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।