ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিজিলিন নেছা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাওহা ইউনিয়নের কুমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম সিদ্দিকী বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যান সিজিলিন নেছা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস