ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৭৭০ ইয়াবাসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
মাগুরায় ৭৭০ ইয়াবাসহ গ্রেফতার ১ ইয়াবাসহ গ্রেফতার রবিউল ইসলাম

মাগুরা: মাগুরায় ৭৭০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২৭) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১০ অক্টোবর) সকালের দিকে জেলা শহরের পারনান্দুয়ালী এলাকার ব্যাপারীপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিউল মাগুরা সদরের বারাশিয়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যুবায়ের হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার রবিউলের নামে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।