মাগুরা: মাগুরায় ৭৭০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম (২৭) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১০ অক্টোবর) সকালের দিকে জেলা শহরের পারনান্দুয়ালী এলাকার ব্যাপারীপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যুবায়ের হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার রবিউলের নামে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআরএস