ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে জিপের ভেতর থেকে উদ্ধার হওয়া মরদেহের শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১০ অক্টোবর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শের আলম বিষয়টি নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি বলেন, নিহতের নাম সজল কুমার ঘোষ। তিনি ধানমণ্ডির এক বাসিন্দার গাড়ি চালক, চলতি মাসের ৭ তারিখ থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে মালিকের পক্ষ থেকে ধানমণ্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় শরীরে ক্ষতচিহ্ন দেখা যায়। তবে এটি হত্যাকাণ্ড কি-না এখনই বলা যাচ্ছে না। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, শনিবার (৯ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে তেজগাঁও সাউদান পেট্রল পাম্পের বিপরীত প্রধান সড়কে টয়োটা ব্র্যান্ডের একটি জিপ ( ঢাকা মেট্রো-ঘ ১১৭৯৮৬) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে সময় মরদেহটি গাড়িটির নিখোঁজ চালকের হতে পারে বলে ধারণা করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়াদী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শের আলম সংবাদ মাধ্যমকে জানান, মরদেহটি ওই জিপের পেছনের সিটে শোয়া অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: জিপের ভেতর মরদেহ, ঘিরে রেখেছে পুলিশ
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এজেডএস/এনএসআর