চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে অভিযানে চালিয়ে বিষাক্ত জেলিযুক্ত প্রায় ৭০০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (০৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন সাব লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকা দিয়ে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বাজারজাত করার উদ্দেশে যাত্রীবাহী ট্রলারে যোগে চাঁদপুরের মোহনায় আনা হবে। এমন সংবাদের ভিত্তিতে বড়স্টেশন মোহনা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালানো হয়। জব্দকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মাহমুদা কুলসুম মনির, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন। জব্দকৃত বিষাক্ত জেলী যুক্ত চিংড়ি সবার উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনটি