ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঠিকাদারকে গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ঠিকাদারকে গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাট: বাগেরহাটে ঠিকাদারকে প্রকাশ্যে গুলির মামলায় দুলাল আকন (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (০৯ অক্টোবর) দিনগত রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করে।

পরে রোববার (১০ অক্টোবর) সকালে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের বাগান থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।  

এর আগে শনিবার রাতে গুলিবিদ্ধ ঠিকাদার সিরাজুল ইসলাম মনকের বড় ভাই কামরুল ইসলাম বাদী হয়ে দুলাল আকনসহ দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় দুলাল আকনের মাদক কারবারে বাধা দেওয়ায় এ হামলা হয়েছে বলে দাবি করেন কামরুল ইসলাম।

গ্রেফতার দুলাল আকনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

আটক দুলাল আকন বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে। তার নামে বাগেরহাট মডেল থানায় মাদক ও মারামারিসহ ১১টি মামলা রয়েছ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঠিকাদারকে গুলির ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় দুলাল আকন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দুলালের দেওয়া তথ্য মতে তার বাড়ির পাশের বাগান থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (০৮ অক্টোবর) রাতে বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় মোটরসাইকেলে এসে সিরাজুল ইসলাম মনককে (৪৫) লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তার বাম পায়ের উড়ুতে গুলি লাগে। আহত অবস্থায় সিরাজুল ইসলামকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ঠিকাদার মনক বাগেরহাট শহরতলীর কৃষ্ণনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট গণপূর্ত, এলজিইডিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করে আসছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।