ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খেজুর গাছে কৃষকের ঝুলন্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
খেজুর গাছে কৃষকের ঝুলন্ত মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আরিফ শেখ (৩৪) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১০ অক্টোবর) দুপুরে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরিফ ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের শেখ আবু তালেবের ছেলে।  

আরিফ শেখের চাচা আজিজুল শেখ বাংরানিউজকে জানান, তার ভাতিজা আরিফ শেখ কিছুদিন ধরে পার্শ্ববর্তী নগরকান্দার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি জ্বরে আক্রান্ত হয়েছিল। শনিবার (৯ অক্টোবর) বিকেলে শ্বশুর বাড়ির পাশে হামিরদী ইউনিয়নের মুনসারাবাদ বাজারে ওষুধ কিনতে আসেন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে এলাকাবাসী মাঠের মধ্যে খেজুর গাছের সঙ্গে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তার মরদেহ পুলিশ উদ্ধার করে।  

ভাঙ্গা থানার পরিদর্শক বিকাশ মণ্ডল বাংলানিউজকে জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।