ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নড়াইল: নড়াইলের কালিয়ায় চালকের মুখে নেশাজাত স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে একটি ইজিবাইক, নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা।

শনিবার (৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানার কালিয়া-গোপালগঞ্জ সড়কের মুলখানা নামক স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 
আহত চালক মো. শফিকুল কাজীকে (১৬) কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কালিনগর গ্রামের মো. মশিয়ার রহমান কাজির ছেলে।
এদিকে একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও ওই ইজিবাইক চালক বাংলানিউজকে জানায়, শফিকুল শনিবার  বিকালে ইজিবাইক চালাতে বাড়ি থেকে বেরিয়ে যাত্রী নিয়ে কালিয়া পৌরশহরে যায়। সন্ধ্যায় চার জনের যাত্রী কালিয়া স্ট্যান্ড থেকে তাকে যোগানিয়া গ্রামে যাওয়ার নাম করে ভাড়া করে। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নড়াগাতি থানার মুলখানা নামক স্থানে পৌঁছালে যাত্রীরা চালক শফিকুলের নাকে ও মুখে নেশাজাত স্প্রে ছিটিয়ে দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় শফিককে রাস্তায় ফেলে ছিনতাইকারিরা ইজিবাইকসহ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এদিকে ইজিবাইকটি উদ্ধার করতে গ্রামবাসীর তল্লাশি অব্যাহত থাকায় ছিনতাইকারিরা উপজেলার পদ্মবিলা রাস্তার খলিশাখালিতে ইজিবাইকটি ফেলে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর খুলনার সেনেরবাজার বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক ভাড়া করে এনে নড়াগাতি থানার কলাবাড়িয়া নামকস্থানে চালক রাজু শেখকে হত্যা করে মাটিচাপা দিয়ে একটি ইজিবাইক ছিনতাই করে ছিনতাইকারীরা। ওই ঘটনায় পুলিশ আলম তালুকদার নামে এক কিশোরকে গ্রেফতার করলেও ইজিবাইকটি উদ্ধার করতে পারেনি।

এছাড়া গত ৪ অক্টোবর রাতে কলাবাড়িয়া গ্রামের শফিকুল শেখ ও তার ভাইয়ের ২টি ভ্যান, ২৫ সেপ্টেম্বর রাতে একই গ্রামের রবিউল চৌধুরীর ১টি ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি, এর আগে মোস্তাক তালুকদারের ১টি ইজিবাইকসহ ভোলা মৃধা, ইস্রাফিল শেখ, শিমুল তালুকদার, রবিউল শিকদার ও জুঙ্গু সরদারের ইঞ্জিন চালিত ভ্যানগাড়ি চুরি হবার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।