বগুড়া: বগুড়া সদর উপজেলায় ৪০ লিটার চোলাই মদসহ হিরন কুমার রায় (৪০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১০ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প।
বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন তথ্যে ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার রহমাননগর-কলোনী সড়ক থেকে হিরন কুমারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির নামে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
কেইউএ/এসআরএস