ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৩ ছিনতাইকারী গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
৩ ছিনতাইকারী গ্রেফতার 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে রিয়াদ হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছিনতাই চক্রের সদস্য।

 

রোববার (১০ অক্টোবর) দুপুর ২টায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ‍্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (৯ অক্টোবর) রাত দেড়টায় উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।  

তারা হলেন- বাগেরহাট সদর উপজেলার টাগরাঘাট গ্রামের জবেদ আলীর ছেলে তরিকুজ্জামান (২৪), ফুলপুর উপজেলার ঢাকিরকান্দা গ্রামের আলী হোসেনের ছেলে বাবু মিয়া (২০) ও স্থানীয় হিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. রাসেল মিয়া (৩০)।  

ওসি জানান, ফুলপুর পৌর এলাকা থেকে শনিবার (৯ অক্টোবর) রাতে অজ্ঞাতনামা তিন যাত্রী বালিয়া যাওয়ার কথা বলে রিয়াদ হোসেনের অটোরিকশা ভাড়া নেন। রাত পৌনে ১০টার দিকে রূপসী বাজারের পশ্চিম পাশে অটোরিকশাটি পৌঁছালে মোটরসাইকেলে দুইজন অজ্ঞাতনামা ব‍্যক্তি এসে অটোরিকশাটি ব্যারিকেড দেয়। তখন তারা অটোরিকশা চালক রিয়াদ হোসেনকে (২৫) ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।  

এ ঘটনায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাসহ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।