ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত

রাজশাহী: রাজশাহীর দৈনিক উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এনায়েত করিম।

রোববার (১০ অক্টোবর) তিনি রাজশাহীর উপশহর মোড়ে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

এর আগে তিনি পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক হিসেবে এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের আগস্ট মাসে দৈনিক উত্তরা প্রতিদিনে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন এনায়েত করিম।  তিনি দৈনিক উত্তরা প্রতিদিনে যোগদানের আগে ঢাকায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক হিসেবে বিভিন্ন মেয়াদে সাংবাদিকতা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির পর ২০০৮ সালে দৈনিক বাংলাদেশ সময় পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক সোনালী সংবাদ, রাজবার্তা, মুক্তচেতনা পত্রিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন মেয়াদে কাজ করেছেন।  

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে ২০১৪ সালের শুরুর দিকে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম- এর নিউজরুম এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০২০ সালের জুলাই পর্যন্ত প্রায় চার বছর দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।