ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে নদীতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ঝিনাইদহে নদীতে ডুবে শিশুর মৃত্যু 

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে নবঙ্গগা নদীতে ডুবে আরিফা খাতুন শাবনুর (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ পৌরসভার কাঞ্চননগর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

শাবনুর ওই এলাকার শামীম হোসেনের মেয়ে।

কাঞ্চননগর উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মাদ শাহ আলম মিয়া জানান, দুপুরে বাড়ির পাশে নবঙ্গগা নদীর ধারে খেলতে খেলতে শিশুটি পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে তাকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তারা। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।