ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক দু’জন হলেন- মো. শাওন উদ্দীন (২৭) ও মো. সাইদুর রহমান (১৯)।

শনিবার (০৯ অক্টোবর) দিনগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন একটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, তিনটি কার্তুজ, একটি সুইচ গিয়ার চাকু ও দুটি মোবাইল ফোন এবং ৩২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা। রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটক দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছেন, তারা ওই এলাকায় মাদককারবারের সঙ্গে জড়িত এবং পেশাদার সন্ত্রাসী। তারা বেশ কিছুদিন ধরেই ঢাকা-মাওয়া হাইওয়ে ও কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদককারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।